লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় নিখোঁজের তিন দিন পর সাব্বির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানার ভিতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সাব্বিরের বাড়ি লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায়। তার বাবার নাম সৈয়দ আহমেদ। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ০২ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায় নিখোঁজের তিন দিন পর সাব্বির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টার দিকে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানার ভিতরে প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সাব্বিরের বাড়ি লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ায়। তার বাবার নাম সৈয়দ আহমেদ। স্থানীয়দের প্রাথমিক ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বিরের মৃত্যু হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। তিনি জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিদ্যুৎস্পৃষ্ট বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন