কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের বক্সগঞ্জ,বড়কালী, শুভপুর, কাবিলাখালী ও সাতবাড়ীয়া সড়ক সংষ্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে মোঃ ইয়াসিন তালুকদার নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বক্সগঞ্জ, বড়কালী, শুভপুর, কাবিলাখালী ও সাতবাড়ীয়া সড়কটির ৩ কিলোমিটার ৮শত১০ মিটার দৈর্ঘ্য এর ব্যয় ধরা হয়েছে,৯৭লাখ ২৮ হাজার ৪শত ৭ টাকা,টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ইস্টার্ন কনস্ট্রাকশন,যার মালিক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার পাশে গার্ড ওয়াল নির্মাণ করতেছে সেখানে ব্যবহৃত হচ্ছে,৩ নাম্বার ইট,বিট বালু,এজিনে ব্যবহৃত হচ্ছে পুরাতন ইট ও ৩ নাম্বার ইট,এতে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করলে,তিনি তার এক কর্মকর্তাকে সড়ক পরিদর্শনে প্রেরণ করেন।
স্হানীয় জাফর আহাম্মদ,শামসুন্নাহার বলেন,খুবই নিম্নমানের ইট বালু দিয়ে ঠিকাদার এয়াছিন,গার্ড ওয়াল ও রাস্তার কাজ করতেছে।এতে অল্প দিনে সড়কটি ধ্বসে পড়বে।সড়কটির এজিনে ব্যবহৃত ইট,গার্ড ওয়ালে ব্যবহৃত ইট অপসারণ করে ভালো ইট দিয়ে সড়কটি সংষ্কার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় জানতে সড়কটির ঠিকাদার জামায়াত নেতা মোঃ ইয়াসিন তালুকদার এই প্রতিবেদককে বলেন,ভাই আমি আপনাকে চিনি আপনার সাথে দেখা করব বলে লাইন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন,এলাকাবাসী অভিযোগ করার পর আমার কর্মকর্তাকে কর্মকর্তাকে সড়কটি পরিদর্শনে পাঠাই সত্যতা পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধ ও নিম্নমানের ইট অপসারণ করতে চিঠি দিয়েছি।

রোববার, ০২ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের বক্সগঞ্জ,বড়কালী, শুভপুর, কাবিলাখালী ও সাতবাড়ীয়া সড়ক সংষ্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে মোঃ ইয়াসিন তালুকদার নামের এক জামায়াত নেতার বিরুদ্ধে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বক্সগঞ্জ, বড়কালী, শুভপুর, কাবিলাখালী ও সাতবাড়ীয়া সড়কটির ৩ কিলোমিটার ৮শত১০ মিটার দৈর্ঘ্য এর ব্যয় ধরা হয়েছে,৯৭লাখ ২৮ হাজার ৪শত ৭ টাকা,টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ইস্টার্ন কনস্ট্রাকশন,যার মালিক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার।
সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার পাশে গার্ড ওয়াল নির্মাণ করতেছে সেখানে ব্যবহৃত হচ্ছে,৩ নাম্বার ইট,বিট বালু,এজিনে ব্যবহৃত হচ্ছে পুরাতন ইট ও ৩ নাম্বার ইট,এতে ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করলে,তিনি তার এক কর্মকর্তাকে সড়ক পরিদর্শনে প্রেরণ করেন।
স্হানীয় জাফর আহাম্মদ,শামসুন্নাহার বলেন,খুবই নিম্নমানের ইট বালু দিয়ে ঠিকাদার এয়াছিন,গার্ড ওয়াল ও রাস্তার কাজ করতেছে।এতে অল্প দিনে সড়কটি ধ্বসে পড়বে।সড়কটির এজিনে ব্যবহৃত ইট,গার্ড ওয়ালে ব্যবহৃত ইট অপসারণ করে ভালো ইট দিয়ে সড়কটি সংষ্কার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় জানতে সড়কটির ঠিকাদার জামায়াত নেতা মোঃ ইয়াসিন তালুকদার এই প্রতিবেদককে বলেন,ভাই আমি আপনাকে চিনি আপনার সাথে দেখা করব বলে লাইন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন,এলাকাবাসী অভিযোগ করার পর আমার কর্মকর্তাকে কর্মকর্তাকে সড়কটি পরিদর্শনে পাঠাই সত্যতা পেয়ে ঠিকাদারকে কাজ বন্ধ ও নিম্নমানের ইট অপসারণ করতে চিঠি দিয়েছি।

আপনার মতামত লিখুন