ঢাকা    রোববার, ০২ নভেম্বর ২০২৫
সবুজ পত্র

ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লাকসামে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন



ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লাকসামে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে লাকসামে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লাকসাম উপজেলা পরিষদের উত্তর গেইট সংলগ্ন আল-আমিন ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। ফলে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন ১️. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি, ২️. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং ৩️. কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান। শিক্ষকরা অভিযোগ করেন, এ দাবিকে কেন্দ্র করে ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের হামলায় শিক্ষক সমাজ রক্তাক্ত হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী পুলিশ সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আল-আমিন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের এবং পরিচালনা করেন একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ফরিদুল হক, এ মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আল হেদায়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার সুপার নাসিমা আক্তার, আল-আমিন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, আতাকরা হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এইচ. এম. মহিউদ্দিন, কামাল হোসেন, বশির আহমেদ, মেহেদী হাসান, প্রদর্শক আব্দুল জলিল, সহকারী শিক্ষক কাজী মোস্তফা কামাল, আবুল কাশেম, আবু তাহের মেজবাহ, মাইন উদ্দিন, শিক্ষিকা ফয়জুন্নেসা খানম ও আবু সালেহ মোহাম্মদ মোরশেদ প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা নোমান নাবা বলেন,যারা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলেন, তাদের ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। শিক্ষকদের প্রতি এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক জাতির কারিগরদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো দুর্নীতিবাজ নয়। যৌক্তিক দাবির জন্য কথা বললেই রক্ত দিতে হবে—এটা অমানবিক।তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাকসামের শিক্ষক সমাজ লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০২ নভেম্বর ২০২৫


ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে লাকসামে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image

জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে লাকসামে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লাকসাম উপজেলা পরিষদের উত্তর গেইট সংলগ্ন আল-আমিন ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। ফলে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন ১️. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি, ২️. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং ৩️. কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান। শিক্ষকরা অভিযোগ করেন, এ দাবিকে কেন্দ্র করে ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের হামলায় শিক্ষক সমাজ রক্তাক্ত হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী পুলিশ সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আল-আমিন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা আবু তাহের এবং পরিচালনা করেন একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ফরিদুল হক, এ মালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আল হেদায়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার সুপার নাসিমা আক্তার, আল-আমিন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, আতাকরা হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এইচ. এম. মহিউদ্দিন, কামাল হোসেন, বশির আহমেদ, মেহেদী হাসান, প্রদর্শক আব্দুল জলিল, সহকারী শিক্ষক কাজী মোস্তফা কামাল, আবুল কাশেম, আবু তাহের মেজবাহ, মাইন উদ্দিন, শিক্ষিকা ফয়জুন্নেসা খানম ও আবু সালেহ মোহাম্মদ মোরশেদ প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা নোমান নাবা বলেন,যারা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলেন, তাদের ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। শিক্ষকদের প্রতি এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক জাতির কারিগরদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। শিক্ষকরা কোনো সন্ত্রাসী নয়, কোনো দুর্নীতিবাজ নয়। যৌক্তিক দাবির জন্য কথা বললেই রক্ত দিতে হবে—এটা অমানবিক।তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাকসামের শিক্ষক সমাজ লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবে।


সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত