ঢাকা    রোববার, ০২ নভেম্বর ২০২৫
সবুজ পত্র

উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত



উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মানবিক সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের সাধারণ মানুষের সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। শনিবার (১১ অক্টবর) সকাল থেকেই স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পটি উৎসবমুখর পরিবেশে জমে ওঠে। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সারাদিনে মোট ১৬৩ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন। এই মানবিক উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান করে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতাল। তাদের অভিজ্ঞ চিকিৎসক দল ও স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পুরো কার্যক্রমের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি ইউনুস মোল্লা। তাঁর নিবেদিত প্রচেষ্টা ও পরিষদের সদস্যদের একান্ত সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, “আমাদের পরিষদ বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা সেই মানবিক দায়িত্বের একটি ছোট প্রয়াস করেছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হবে।” দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী চিকিৎসক, স্বেচ্ছাসেবক, সংগঠনের সদস্য ও এলাকার সাধারণ মানুষ সকলেই বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তুলবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০২ নভেম্বর ২০২৫


উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

মানবিক সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজ দিনব্যাপী একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের সাধারণ মানুষের সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। শনিবার (১১ অক্টবর) সকাল থেকেই স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে ক্যাম্পটি উৎসবমুখর পরিবেশে জমে ওঠে। নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সারাদিনে মোট ১৬৩ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন। এই মানবিক উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান করে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতাল। তাদের অভিজ্ঞ চিকিৎসক দল ও স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। উত্তর হাওলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হাসপাতালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পুরো কার্যক্রমের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি ইউনুস মোল্লা। তাঁর নিবেদিত প্রচেষ্টা ও পরিষদের সদস্যদের একান্ত সহযোগিতায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, “আমাদের পরিষদ বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা সেই মানবিক দায়িত্বের একটি ছোট প্রয়াস করেছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হবে।” দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী চিকিৎসক, স্বেচ্ছাসেবক, সংগঠনের সদস্য ও এলাকার সাধারণ মানুষ সকলেই বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তুলবে।


সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত