ঢাকা    রোববার, ০২ নভেম্বর ২০২৫
সবুজ পত্র

লাকসামে শান্তা হাসপিটালের ছাদে সবুজ স্বপ্ন



লাকসামে শান্তা হাসপিটালের ছাদে সবুজ স্বপ্ন

কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ বাইপাস রোডে অবস্থিত শান্তা হাসপিটাল (ফেয়ার হেলথ হাসপিটাল) এখন শুধু চিকিৎসা সেবার জন্য নয়, পরিবেশবান্ধব উদ্যোগের জন্যও দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপিটাল ছাদে তৈরি হয়েছে এক অনন্য সবুজ বাগান, যেখানে রয়েছে নানান প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন,আমরা চাই মানুষ শুধু চিকিৎসা সেবাই না, প্রকৃতির কাছ থেকেও শান্তি পাক। ছাদে ফলের গাছ লাগানোর মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ গড়ে তুলছি। প্রায় ১২ স্কয়ার ফিট জায়গাজুড়ে সাজানো এই ছাদবাগানে আম, লিচু, কমলা, লেবু, পেয়ারা, ড্রাগন, কলা, খেজুর, চেরি ও  বিভিন্ন ঔষধি গাছ দেখা গেছে। প্রতিদিন হাসপিটালের কর্মীরা এসব গাছের যত্ন নিচ্ছেন। স্থানীয়রা বলেন,শান্তা হাসপিটালের ছাদবাগান শুধু সৌন্দর্য নয়, এটি একটি অনুপ্রেরণা। চিকিৎসা প্রতিষ্ঠানের এমন পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, হাসপিটালের এ ধরনের উদ্যোগ বায়ু বিশুদ্ধ রাখার পাশাপাশি আশেপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০২ নভেম্বর ২০২৫


লাকসামে শান্তা হাসপিটালের ছাদে সবুজ স্বপ্ন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ বাইপাস রোডে অবস্থিত শান্তা হাসপিটাল (ফেয়ার হেলথ হাসপিটাল) এখন শুধু চিকিৎসা সেবার জন্য নয়, পরিবেশবান্ধব উদ্যোগের জন্যও দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপিটাল ছাদে তৈরি হয়েছে এক অনন্য সবুজ বাগান, যেখানে রয়েছে নানান প্রজাতির ফলদ ও ঔষধি গাছ। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন,আমরা চাই মানুষ শুধু চিকিৎসা সেবাই না, প্রকৃতির কাছ থেকেও শান্তি পাক। ছাদে ফলের গাছ লাগানোর মাধ্যমে আমরা একটি স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ গড়ে তুলছি। প্রায় ১২ স্কয়ার ফিট জায়গাজুড়ে সাজানো এই ছাদবাগানে আম, লিচু, কমলা, লেবু, পেয়ারা, ড্রাগন, কলা, খেজুর, চেরি ও  বিভিন্ন ঔষধি গাছ দেখা গেছে। প্রতিদিন হাসপিটালের কর্মীরা এসব গাছের যত্ন নিচ্ছেন। স্থানীয়রা বলেন,শান্তা হাসপিটালের ছাদবাগান শুধু সৌন্দর্য নয়, এটি একটি অনুপ্রেরণা। চিকিৎসা প্রতিষ্ঠানের এমন পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, হাসপিটালের এ ধরনের উদ্যোগ বায়ু বিশুদ্ধ রাখার পাশাপাশি আশেপাশের তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত