লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা। অভিযানকালে স্থানীয় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাটিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এতে নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, “অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এসময় লাকসাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, এভাবে নিয়মিত অভিযান চালালে পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে। তারা অবৈধ দখল ও ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।