নিজস্ব প্রতিবেদক:
নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের আয়োজনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স রাষ্ট্রবিজ্ঞান ও সামাজকর্ম বিভাগের প্রথম বর্ষের বরণ এবং উদ্ভোধনী ক্লাস সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ এবং উদ্ভোধনী ক্লাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন, কলেজ শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, কলেজ শিক্ষক মো. নজির আহমেদ মজুমদার, কলেজ শিক্ষক মো. মাঈন উদ্দিন, কলেজ শিক্ষক সেলিনা বেগমসহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে নবাগত শ্রেলীর ছাত্রী শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।