জনাব,
ফয়েজ আহমদ তৈয়্যব,
আসসালামু আলাইকুম।
আপনি বৃহত্তর লাকসামের কৃতি সন্তান। লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আপনাকে নিয়ে গর্বিত। আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ জনপদের মানুষের জন্য এটি সত্যিই এক ইতিবাচক সংবাদ। আপনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, আপনি একজন সুনামধন্য লেখক, কলাম লেখক, প্রযুক্তি স্থপতি। ব্যক্তিত্ব, মেধা, প্রজ্ঞা, শিক্ষায় আপনি অনন্য।
আপনি অবগত আছেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতি বিজড়িত লাকসাম ইতিহাস, ঐতিহ্যে এক সমৃদ্ধ জনপদ। অর্ধশত বছর থেকে লাকসামবাসীর প্রাণের দাবি লাকসামকে জেলা বাস্তবায়ন। দীর্ঘ এ সময়ে নানা জটিলতায় এ জনপদের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা আশাবাদী, আপনার বুদ্ধিদীপ্ততায় অচিরেই লাকসাম জেলা বাস্তবায়ন হবে।
সম্মানিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি সাহেব,
গত কয়েকদিন থেকে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কাউছার হামিদের বদলি আদেশ নিয়ে লাকসামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউএনও’র বদলির আদেশ নিয়ে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তিনি ১৮ সেপ্টেপম্বরের লাকসাম ত্যাগ করার কথা থাকলেও ১২ সেপ্টেম্বর রাতেই তিনি লাকসাম ছাড়েন। তিনি লাকসামে যোগদানের মাত্র ১০ মাস অতিবাহিত হয়েছে। আমরা সকলে জানি, যারা সরকারি চাকুরি করেন তাদের যে কোন সময় বদলির আদেশ আসতেই পারে। কিন্তু কাউছার হামিদ সাহেবের বদলির আদেশ অনেকটা শাস্তিমুলক মনে করেন এখানকার জনগণ। এটা গতানুগতিক প্রক্রিয়ায় হয়নি বলেই তাদের ধারণা। গতানুগতিক প্রক্রিয়ায় হলে একসঙ্গে আরো অনেকের বদলির আদেশ হতো বলে তারা মনে করেন।
কাউছার হামিদ সাহেবের বদলির আদেশকে নিয়ে কেউ কেউ আপনাকে দোষারোপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা যায়। যা সত্যিই দুঃখজনক। পরবর্তীতে অনেকে ভূল বুঝে তাদের স্টাটাস সরিয়ে নিয়েছেন। এতি সত্যিই আপনার প্রতি এখানকার মানুষের শ্রদ্ধা-ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের এত উচ্চপদে (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অবস্থান করে এমন কাজটি আপনার দ্বারা হয়নি। এটি আপনার বিরুদ্ধে কারো হিংসাত্বক অপপ্রচারও হতে পারে।
সম্মানিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি সাহেব,
বর্তমান অন্তর্বর্তী সরকারে শুধু লাকসাম-মনোহরগঞ্জ নয়; দক্ষিণ কুমিল্লার মানুষের মধ্যে আপনিই সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত। আপনি যে সম্মানের অধিকারী তা গর্ব করার মতো। আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি, আপনি চাইলে আপনার একটি ফোনেই ১৮ সেপ্টেম্বরের মধ্যে কাউছার হামিদ সাহেব পুনরায় লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শুরু করতে পারে। আন্দোলনমুখর লাকসাম এখন পুরোপুরি শান্ত হলেও এখানকার মানুষ আরও কিছু সময়ের জন্য কাউছার হামিদ সাহেবকে ইউএনও হিসেবে চান তাঁর ব্যক্তিগত সততা, কর্মনিষ্ঠা ও মানবিকতার জন্য। জনগণের এ দাবিটি পূরণ করলে আপনি শুধু লাকসাম নয়, বৃহত্তর লাকসামের মানুষের নিকট আরও অনেক বেশি সস্মানিত ও জনপ্রিয় হয়ে উঠবেন বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আপনাকে নিয়েই আগামীর সমৃদ্ধ লাকসামের স্বপ্ন দেখতে চায় এখানকার সর্বস্তরের মানুষ।
যতটুকু জেনেছি, আপনি মহৎ হৃদয়ের অধিকারী। লাকসাম-মনোহরগঞ্জকে হৃদয় দিয়ে ভালোবাসেন। নিজ জন্মভূমির প্রতি আপনার ভালোবাসার টান আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এটাই এখানকার মানুষ প্রত্যাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহায় হোক।
ধন্যবাদান্তে,
ফারুক আল শারাহ
সাধারণ সম্পাদক, লাকসাম প্রেস ক্লাব
লাকসাম, কুমিল্লা।