লাকসাম প্রতিনিধি :
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্র সংস্কার এবং অতীতের খুন-গুমের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শনিবার এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (রবিবার) বিকালে লাকসাম পৌরসভার সামনের সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মুফতি শামছুদ্দোহা আশরাফি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান হাসিব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, “জাতির গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মতিউদ্দিন শহীদ পাটোয়ারী, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) নেছার উদ্দিন সুমন, এবং ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া, হাফেজ মাওলানা নূরুদ্দীন হামিদি, হাফেজ শরাফত করীম, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরে আলম, ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের আশায় আছে। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং অতীতের খুন-গুমের দৃশ্যমান বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।