লাকসাম প্রতিনিধি :
সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ঘিরে মনোহরগঞ্জ উপজেলার ফেনুয়া গ্রামের বাসিন্দা রাফসানকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের খালাতো ভাই ও ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, ইউএনও কাউছার হামিদের কাছ থেকে প্রত্যাশিত সুবিধা না পেয়ে রাফসানই তার বদলির উদ্যোগ নেন। এ ঘটনাকে ঘিরে সাধারণ নাগরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কেউ কেউ রাফসানকে স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হিসেবেও পরিচয় দিচ্ছেন।
অন্যদিকে, শেখ তৈয়বকে ঘিরে একটি পক্ষ ইতিবাচক প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি, লাকসামের উন্নয়নে তার অবদান রয়েছে, এমনকি কেউ কেউ তাকে এমপি হিসেবেও দেখতে চান বলে পোস্ট করছেন।
এছাড়া, লাকসামের গুমের শিকার হুমায়ুন কবির পারভেজের ছেলে রাফসানের নাম ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হলে তার সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, এ দুই রাফসান ভিন্ন ব্যক্তি। এর পর থেকেই বিশেষ সহকারীর পিএস রাফসান নতুন করে আলোচনায় আসেন।