নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের মত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাবেক সভাপতি মোঃ শাহ আলম, বিদ্যালয়ের কমিটির অভিভাবক সদস্য আব্দুল জব্বার। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার, সহকারি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক শেফালী আক্তার, নাসির উদ্দিন, আলাউদ্দিন, মিজানুর রহমান সহ প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত শিক্ষার্থীদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান বিজয়ী নবম শ্রেণী ও রানারআপ দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার পুরস্কার সামগ্রী তুলে দেন।