নাঙ্গলকোট প্রতিনিধি :
নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৬ নং মক্রবপুর ইউনিয়ন শাখাকে গতিশীল করার লক্ষ্যে কর্মী সম্মেলন ২০২৫ গত ১৩ সেপ্টেম্বর বিকেলে মক্রবপুর বাজার বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাওলানা ওমর ফারুকের উপস্থাপনায় ও মক্রমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হক মাহাদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক আফজাল হোসাইন, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা বেলায়েত হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম, মাস্টার ফয়জুল কবির বাছির, হাফেজ আবুল কালাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আহসান হাবিব, হাফেজ আমানুল্লাহ সহ প্রমুখ। সম্মেলনে বক্তাগণ মক্রবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় করেন।