চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আই.পি.এল রজনীগন্ধা প্রকল্পের সার্ভিসিং সেল অফিসের উদ্যোগে ইউনিয়নে বাহেরগড়া গ্রামে মরহুমা আনোয়ারা বেগমের মরনোত্তর বীমা দাবীর দুই লক্ষ তিন হাজার দুইশত পঞ্চাশ (২,০৩,২৫০) টাকার চেক তার নিজ বাড়িতে গিয়ে স্বামী দেলোয়ার হোসেনে কাছে হস্তান্তর করেছেন কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এস.ভি.পি ও আই.পি.এল রজনীগন্ধা প্রকল্প প্রধান মোঃ রমজান আলী।
বুধবার(১০ সেপ্টেম্বর) বিকেলে মরহুমা আনোয়ারা বেগমের নিজ বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুন্সিরহাট প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আই.পি.এল রজনীগন্ধা প্রকল্পের মুন্সিরহাট সার্ভিসিং সেল এর এ.জি.এম ও ইনচার্জ দেলোয়ার হোসাইন মিয়াজী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সার্ভিস সেন্টার আই.পি.এল রজনীগন্ধার জেনারেল ম্যানেজার শাহাদাৎ হোসেন পারভেজ, ফেনী সার্ভিস সেন্টার আই.পি.এল রজনীগন্ধা ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সলাকান্দি জিসি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সালেহ ভূঁইয়া, ৮নং মুন্সিরহাট ইউপি সদস্য শান্ত মেম্বার। অনুষ্ঠান শেষে মরহুমা আনোয়ারা বেগমের স্বামী হাতে দাবীর চেক তুলে দেন অতিথিবৃন্দ।