লাকসাম প্রতিনিধি :
লাকসামে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হযরত গাজী সোহেদা ইয়েমেনি (রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুছ বের করা হয়। বর্ণাঢ্য এই জুলুছটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধান বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জুলুছ ও সমাবেশে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে লাকসাম ছিল উৎসবমুখর। সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এম. এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল ইসলাম হেলালি, সাইফুল ইসলাম আলকাদরি, মাওলানা আনোয়ার হোসেন সিরাজি, মোঃ মহিউদ্দিনসহ অন্যান্য আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি ও হেদায়েতের বার্তা বয়ে আনে। রাসূলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ দেখাতে। দিনব্যাপী এই আয়োজনে ইসলামি সঙ্গীত, দরুদ পাঠ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।