নাঙ্গলকোট প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকোটে গণসংযোগ করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ। শুক্রবার(৫ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গণসংযোগ করেন তিনি। গণ সংযোগ কালে তিনি কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট-লালমাই) ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজী, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি একরামুল হক, আবুল কালাম, কামাল হোসেন, রিপন হোসেন, আব্দুস সাত্তার, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনু মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, জহিরুল ইসলাম, যুবদল নেতা ওমর ফারুক, খোকন গাজী, উপজেলা ছাত্রদল নেতা শরিফুল ইসলাম-সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।