স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.) উপলক্ষে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র্যালী অনুষ্ঠিত হয়েছে। মোবারক র্যালীটি মাদরাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইছমাইল, সহকারি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, শাইদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোঃ রাজি বিল্লাহ, আবু জাফর মোঃ ছালেহ, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ হোসাঈন, শিক্ষক আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মোসলেম আলী, নেছার উদ্দিন, নিজাম উদ্দিন মিয়াজী, অভিভাবক সদস্য লিয়াকত শিকদার প্রমুখ। দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত র্যালীটি মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ সকলের হৃদয় কাড়ে।