চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামে কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটেছে। এতে হয়েছে বাবুর্চি দারুস সুন্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম তারেক, রফিকুল ইসলাম রুবেল, আজাদ হোসেন, দৃষ্টিপ্রতিবন্ধী ইউসুফ মিয়া। এ ঘটনায় তারেকের বড় ভাই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ৮ কিশোর গ্যাং সদস্যদের নাম উল্লেখসহ ১৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন (১৯) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করে বলেন, ২২ আগস্ট সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনয়নের আমানগন্ডা এলাকায় কিশোর গ্যাং এর সদস্যরা মোঃ শফিকুল ইসলামের ছোট ভাই তরিকুল ইসলাম তারেকের উপর হামলা চালায়। এসময় চুরিকাঘাতে আহত তারেকের আত্মচিৎকার শুনে এগিয়ে গেলে তাদের হামলায় আরো ৩ জন আহত হয়। এ ঘটনায় তারেকের বড় ভাই মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে কিশোর গ্যাং এর সদস্য হাসান(১৯) রাফি(২০) মাছুম(১৮) আবদুল্লাহ(২০), স্বাধীন(১৮), বিজয় (২১) সাব্বির(১৯) ও শিপন মিয়ার(১৯) নাম উল্লেখসহ আরো ৭জন অজ্ঞাতনামা সহ ১৫ জনের বিরুদ্ধে ২৭ আগস্ট রাতে একটি মামলা দায়ের করে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার আমানগন্ডা এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করে।
থানার এসআই মোরশেদ আলম জানান,’কিশোর গ্যাং এর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৭ নম্বর আসামী সাব্বির হোসেনকে বৃহস্পতিবার সকালে ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া রাস্তার মাথা থেকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’