চৌদ্দগ্রাম প্রতিনিধি:
মাছ উৎপাদনে অবদান রাখায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার কর্তৃক বিশেষ সম্মাননা পেয়েছেন পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারিজের স্বত্বাধিকারী বায়েজীদ হোসেন পাটোয়ারী।
সোমবার দুপুরে (১৮ই আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করেন তিনি।
বায়েজিত হোসেন পাটোয়ারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাহেরগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাছ চাষের মাধ্যমে কুমিল্লা জেলার মাছের চাহিদা পুরনে বিশেষ অবদান রেখে আসছেন।