নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লা ১০ সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভুঁইয়া পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন গত ৮ জুন রবিবার সকাল ১০ ঘটিকা হতে বিকেল পর্যন্ত তার নিজ বাড়ি নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নাঙ্গলকোট উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন। তিনি তার প্রতিষ্ঠিত এতিমখানা মাদ্রাসা ময়দানে লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সাথে দেখা করতে আসা ৫ হাজারের অধিক নেতাকর্মীদের খাবার আপ্যায়নের ব্যবস্থা করেন।
তার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসা ব্যক্তিদের মধ্যে অন্যতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূতাপেক্ষ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু তালেব, কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন, ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ আকরাম হোসেন, নাঙ্গলকোট পৌর বিএনপির আহবায় আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ন আহবায় এনাম ভুইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক চেয়ারম্যান আলি আক্কাস, বিএনপি নেতা শোয়াইব খন্দকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।