মো. হুমায়ুন কবির মানিক :
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মরহুম কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমের কবর জিয়ারত ও দোয়া-মুনাযাত করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা। রবিবার (০৮ জুন) উপজেলার শরীফপুর গ্রামে এ জিয়ারত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক ও নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভূঁইয়া, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মোবারক উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম বাচ্চু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন, মনোহরগঞ্জ উপজেলা সাবেক ছাত্রদল নেতা মঞ্জুরুল ইসলাম ও আরিফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী।
জিয়ারত শেষে নেতৃবৃন্দ জানান, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে ধারণ করে রাজনীতি করেছিলেন এবং বর্তমানে যারা আদর্শিক রাজনীতি করছেন তাদর মধ্যে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম অন্যতম ছিলেন। তিনি সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্ব দিয়ে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন। তিনি তাঁর কর্ম ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন। যারজন্য দলীয় নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন এ বলিষ্ট রাজনীতিক।
উল্লেখ্য, গত ৩১ মে ঢাকার একটি হসপিটাল ইন্তেকাল করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম।