স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৯.টায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ নাঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামের আমীর, মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে,শান্তিপূর্ণ মিছিলে ও সমাবেশ উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল নুর ইসলাম হাসান, নায়েবে আমীর, এস,এম,মহিউদ্দিন, এ কে এম ইউসুফ আলী। নাঙ্গলকোট উপজেলার জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারী, মাওলানা ইয়াসিন মজুমদার। নাঙ্গলকোট পৌরসভা জামায়াত ইসলামের সভাপতি হারুন অর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজী। কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, মাস্টার মোহাম্মদ আব্দুল করিম, নাঙ্গলকোট সদর ছাত্রশিবিরের সভাপতি,সেলিম উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারী নেছার উদ্দিন। ঢালুয়া ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মোঃ ফয়সাল আহাম্মদ সহ প্রমুখ। নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শান্তি পূর্ণ মিছিলটি বের হয়ে নাঙ্গলকোট পৌর শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বটতলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে সমাপ্ত হয়।