প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
একটি ব্রিজের জন্য ৩ কি:মি: পাকা রাস্তার সড়কের সুবিধা পাচ্ছে না দুই গ্রামের বাসিন্দাা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট থানার -ঢালুয়া ইউনিয়নের মকিমপুর -পোশাই -সিজিয়ারা বাজারের সংযোগ সড়ক তিন বছর আগে পাকা হয়। কিন্তু অজ্ঞাত কারণে সিজিয়ার "ফুকনী বাপের" বাড়ির পাশের, খালের উপর ব্রিজ আজও নির্মিত হয় নাই ! অথচ এ দুই গ্রামের বাসিন্দাদের একমাত্র বাজার সিজিয়ারা। এখানে সরকারি প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল, একটা দাখিল মাদ্রাসা, কিন্ডারগার্ডেন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। দুই গ্রামের সকল ছাত্র-ছাত্রী এ প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করে। মকিমপুরের জাফর সাদেক ও ছলোমান শেখ নিজ উদ্যোগে একাধিকবার খালের উপর ইটের স্লাব দিয়েছিল কিন্তু তাও এখন ভেঙে গেছে। এখন অটো আর সিএনজি চলাচল করতে হয় অনেক ঝুঁকি নিয়ে। অথচ প্রতিনিয়ত অসুস্থ রোগী, স্কুলের বাচ্চা, বৃদ্ধদের বাজারে আসতে হয়। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পরিপূর্ণ সুবিধা এলাকাবাসি পাচ্ছে না। এই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে অনুরোধ করব,আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা স্থানীয় সরকার কার্যালয়ে যোগাযোগ করুন । প্রয়োজনে আপনাকে আমরা সহযোগিতা করব। বিষয়টি খুবই জন গুরুত্বপূর্ণ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত