প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫
লাকসামে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভাা
লাকসাম প্রতিনিধি ||
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উল্যাহ সবুজ, এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় লাকসামের বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা উপজেলার নানা সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও নাগরিক সেবা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস সুলতানা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শই প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। লাকসামকে একটি উন্নত ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি।” সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য বিনিময় ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় লাকসামের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত