প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
লালমাইয়ে মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও হিমাদ্রী খীসাা
লালমাই প্রতিনিধি ||
লালমাইয়ে মাদক (গাঁজা)সেবনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে আনুমানিক রাত ০১:০০ ঘটিকায় মাদক (গাঁজা) সেবনের অপরাধে মানিক বাদশা (১৯) নামক ০১ জন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাথে ছিলেন লালমাই থানা পুলিশ এর টিম। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন লালমাই কর্তৃক মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত