প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
লালমাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতা
লালমাই প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) কুমিল্লার লালমাইয়ে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বিশাল র্যালী ও আলোচনা সভায় তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি এক মিলনমেলায় পরিণত হয়।মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় হরিশ্চর বাজার থেকে লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে একটি বিশাল ও সুশৃঙ্খল র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে চৌরাস্তা এসে শেষ হয়। র্যালী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত