প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
লালমাইয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন ইউএনও হিমাদ্রী খীসাা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার লালমাই উপজেলায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ অক্টোবর,২০২৫ খ্রিঃ সকালে উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। উদ্বোধনী দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিশু-কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে এ টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হবে। উল্লেখ্য, টাইফয়েড রোগ প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগ সারাদেশে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। মাস ব্যাপী টাইফয়েড রোগ প্রতিরোধ টিকা ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু, কিশোর কিশোরীদের সারাদেশের ন্যায় কর্মসূচী চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে,ওয়ার্ডে টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকা প্রদানের জন্য জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে টাইফয়েড রোগ প্রতিরোধ টিকার রেজিষ্ট্রেশন করা যাবে। এছাড়াও যারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন না, তাদের টিকা কার্ড কিংবা জন্ম তারিখ সহ পিতা, মাতার নাম লাগবে। উদ্বোধনী দিনে উপজেলার ৪ ইউনিয়নের ১২ টি শিক্ষা - প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচীতে ২৩ শত ৫১ জন ছাত্র - ছাত্রীদের মাঝে টিকা প্রদান করা হয়েছে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন,উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মোঃ মোঃ মিজানুর রহমান, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি আহমেদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান স্বাস্থ্য কর্মীগন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত