প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
লাকসামে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধনা
লাকসাম প্রতিনিধি ||
রোববার (১২ অক্টোবর) পৌরসভার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার স্বাস্থ্য বিভাগ এ টিকা কার্যক্রম শুরু করে। অন্যদিকে, উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮ হাজার ৪৩৫ শিশু এবং পৌরসভার প্রায় ২১ হাজার শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাহিমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, প্রথমদিনে লাকসাম উপজেলার ৮টি ইউনিয়নে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯৫.৭ শতাংশ এবং লাকসাম পৌরসভা এলাকায় ৮৭ শতাংশ অর্জিত হয়। তিনি বলেন, টাইফয়েড টিকায় কোনো ক্ষতিকর প্রভাব নেই। টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। টাইফয়েড প্রতিরোধের জন্য রয়েছে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine) চিকিৎসা জগতে একটি আশির্বাদ। এ সময় তিনি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত দিতে এ ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৫ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত