আজ
|| ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লাকসামে রাজনৈতিক সভা-সমাবেশকে ঘিরে জনদুর্ভোগ
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার লাকসাম পৌরসভার মূল সড়ক ও প্রবেশপথ বন্ধ করে বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলাচল ব্যাহত হওয়ায় পৌরসভার সেবা গ্রহণে আসা নাগরিকদের পাশাপাশি দৌলতগঞ্জ বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা-বিক্রেতারাও পড়ছেন তীব্র যানজটে।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বেচাকেনায় ধস নেমে আসছে। নগরবাসীর দাবি—এভাবে প্রধান সড়ক দখল করে সভা-সমাবেশ করার কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা কমছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, আইন মেনে জনস্বার্থ বিবেচনা করে সভা-সমাবেশ আয়োজন করলে দলগুলোর ভাবমূর্তি উজ্জ্বল হবে। অন্যথায় প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি আইনের প্রতি জনসাধারণের বিশ্বাসও দুর্বল হয়ে পড়বে।
লাকসাম পৌরবাসীর অভিমত—রাজনৈতিক দলের উচিত বিকল্প খোলা মাঠ বা নির্ধারিত স্থানে সভা-সমাবেশ করা। এতে জনদুর্ভোগ যেমন কমবে, তেমনি রাজনীতির প্রতি মানুষের আস্থাও বাড়বে।
সম্পাদক ও প্রকাশক : জামাল উদ্দিন স্বপন কার্যালয় : ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা। ফোন: ০১৭১১৯৫০০৪০ ইমেইল: sobujpotra.info @gmail.com