আজ
|| ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পেরিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরের লুটতরাজ!
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৫
নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান এর বিরুদ্ধে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ লুণ্ঠনেরর অভিযোগ পাওয়া গেছে।
৩০ জুলাই দুপুরে আব্দুল মান্নান একটি ট্রাক্টর নিয়ে হাজির হয় পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। স্কুলের নিয়ন্ত্রণাধীন পুকুরের গাডওয়াল ও বোর্ড অফিসের ওয়াল ভেঙ্গে ইট,রডসহ বিভিন্ন সামগ্রী জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী বাঁধা দিলে সে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের নিয়ে গন্ডগোলের চেষ্টা চালায়। বিষয়টি নাঙ্গলকোট থানা পুলিশকে জানানো হলে এসআই আল আমিন হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, জুলাই মাসের প্রথমদিকে স্কুলের কিছু পরিত্যক্ত মালামাল টেন্ডার অংশগ্রহণ করে উক্ত মনির হোসেন। তাকে উক্ত মালামাল না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কেন দেওয়া হল এ অপরাধে তিনি হেডমাস্টার আব্দুস সাত্তারকে অপমান অপদস্ত ও লাঞ্ছিত করেন। বিএনপির নামভাংগিয়ে মনির হোসেনের এহেন অপরাধ, লুটপাট ও সন্রাসী কর্মকাণ্ডের এলাকায় বিএনপির ভাবমূর্তি ও জনপ্রিয়তা ক্ষুন্ন হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল উদ্দিন স্বপন কার্যালয় : ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা। ফোন: ০১৭১১৯৫০০৪০ ইমেইল: sobujpotra.info @gmail.com