এম এম ইউসুফ আলী:
কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যাগে গত ৪ জুলাই ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ অধ্যাপক খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের সাবেক সংসদ আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
উপজেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দল আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মক্রবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম (ছুফু),বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শোয়েব খন্দকার, বৃহত্তর জোড্ডা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলি আক্কাছ,মৌকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলিমুল্লাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।