রিয়াজ মোর্শেদ মাসুদঃ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব পদ ২ মাস ধরে খালি রয়েছে। গত ৫/৫/২০২৫খ্রিঃ চবকের বিভাগীয় পদোন্নতি কমিটি সচিব ওমর ফারুক কে পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি দিয়েছে। জানা যায়, ওমর ফারুক পরিচালক ( প্রশাসন) হিসেবে চবকের স্কুল ও কলেজ এর দেখবাল করবেন। ওমর ফারুক চট্টগ্রাম বন্দরে প্রায় ১১ বছর ধরে দায়িত্ব পালন করছে। “এক চেয়ারে ১১ বছর বন্দর সচিব ওমর ফারুক” শিরোনাম দিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করার পর চট্টগ্রাম বন্দর সঠিক ব্যবস্থা নিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় কৌশলগত কারণে সচিব পদ ছাড়তে নারাজ ওমর ফারুক। পদোন্নতি কমিটির কিছু সদস্য সচিব ওমর ফারুকের পক্ষে কাজ করছে। বন্দর সচিব পদ যেন সোনার হরিণ। বিগত বছরগুলোতে সচিব ওমর ফারুক এর বিরুদ্ধে ওয়াচম্যান কল্যাণ তহবিলের ১৭/ কোটি টাকা আত্মসাতকারীদের সহযোগিতা করা ও সাংবাদিকদের নামে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। দুর্নীতির সহযোগী ওমর ফারুক কে সচিব পদ ছাড়তে বাধ্য করা বর্তমান সরকারের সফলতা। জানা যায় চট্টগ্রাম বন্দরে বিশাল অবৈধ সিন্ডিকেট রয়েছে। জনস্বার্থে চট্রগ্রাম বন্দরে সচিব পদে দ্রুত নতুন লোকবল নিয়োগ দেওয়ার জন্য নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম ড. সাখাওয়াত হোসেন এর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।