চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের কমিটির গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার।
শুক্রবার (৪ জুলাই) রাতে আমানগন্ডা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, যুবদল নেতা সফিকুর ইসলাম সোহেল, ইব্রাহিম খলিল, সৈকত হোসেন, রাজিব হোসেন রাজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ আশিকুর হাসান সুমন, মোঃ সরোয়ার, বাবু, মোঃ লিটনসহ ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে ভোটা-ভোটির মাধ্যমে সভাপতি সফিকুল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সৈকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন রাজু নির্বাচিত হয়েছেন।