লাকসাম প্রতিনিধি :
লাকসাম জেনারেল হাসপিটাল (প্রা.) লিমিটেডে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র হাসপাতালের আলমারিতে থাকা ৩২ লাখ টাকা চুরি করে নিয়েছে। এ বিষয়ে লাকসাম থানায় মামলা হয়েছে। জানা যায় গত বৃহস্পতিবার রাতে অফিস বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। সকালে ৬.৪৫ মিনিটে পরি”ছন্নতাকর্মী মানসুরা বেগম নিত্যকার দায়িত্ব পালনের উদ্দেশ্যে দোতলায় অবস্থিত ম্যানেজারের রুমে প্রবেশ করতে গিয়ে তালা নষ্ট পায়। ভেতরে প্রবেশ করার পর আসবাবপত্র এলোমেলো দেখে সুপারভাইজার আলেক হোসেনকে জানায়। আলেক হোসেন ম্যানেজার এমদাদুল হককে অবহিত করলে ম্যানেজার এসে দেখে বিভিন্ন আলমারি ভাঙা। এসময় তিনি হাসপাতালের রক্ষিত নগদ ৩২ লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। লাকসামের সুপরিচিত ও প্রভাবশালী মালিক পক্ষের প্রতিষ্ঠানে এতো বড় চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান আলহাজ¦ মজির আহমেদ বলেন চোর দোতলায় পূর্ব পাশের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। সুপরিকল্পিতভাবে এই চুরি সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করেন। লাকসাম জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ খসরু বলেন চোর দোতলায় পূর্ব পাশের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় এবং ম্যানেজারের রুমের তালা ভেঙ্গে ক্যাশ হতে ৩২ লাখ টাকা নিয়ে যায়। গতকাল বুধবার মামলা করা হয়েছে। লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ব্যবস্থা নেওয়া হবে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।