লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোর দিশারী পত্রিকার প্রকাশক সম্পাদক প্রয়াত শামছুল করিম দুলালের কবর জিয়ারত, দোয়া, মুনাজাত ফাতেহা পাঠে অংশ গ্রহন করেন লাকসাম প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেস ক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ্ এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ আজ বুধবার বাদে আছর কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামে পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত ও ফাতেহা পাঠে অংশগ্রহণ করেন সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য – ২০১৭ সালের ২ জুলাই প্রয়াত সাংবাদিক শামছুল করিম দুলাল ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।