আজ
|| ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডের দায়ে লাকসামে জামায়াত কর্মীকে বহিষ্কার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৫
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে উপজেলা জামায়াতের এক কর্মীকে বহিস্কার করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের জামায়াত কর্মী মো. খোরশেদ আলম খন্দকারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঐ গ্রামের সুলাইমান খন্দকার ছেলে।
উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. জোবায়ের ফয়সাল জানান, বহিষ্কৃত জামায়াত কর্মী মো. খোরশেদ আলম খন্দকার এখন থেকে সংগঠনের সাথে কোনভাবেই জড়িত নন। এমতাবস্থায় সর্বসাধারণকে ঐ ব্যক্তির সাথে যেকোনো প্রকার লেনদেন ও সম্পর্ক রাখার ব্যপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জামাল উদ্দিন স্বপন কার্যালয় : ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা। ফোন: ০১৭১১৯৫০০৪০ ইমেইল: sobujpotra.info @gmail.com