আজ
|| ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাবেক সাথী ও সদস্যদের সম্মানে লাকসামে জামায়াতের ফল চক্র
প্রকাশের তারিখঃ ১ জুলাই, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের সম্মানে লাকসাম পৌরসভা জামায়াতের ফল চক্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বাদ এশা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মুবিন।
পবিত্র কুরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মুবিন বলেন, কোন আমল আমাদের জান্নাতে নেবে না। একমাত্র আল্লাহর ক্ষমা ও রহমত প্রাপ্তরাই জান্নাতের অধিকারী হবে। শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে থাকবো। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়া যায়।
তিনি আরও বলেন, সব কথার জবাব দিতে গেলে সামনে হাঁটা যাবে না। ইসলামের বিজয় আমাদের সামনে উঁকি দিচ্ছে। কারো কথা, কারো স্ট্যাটাস নিয়ে পেছনে পড়ে থাকা যাবে না। আমরা ইসলামের পথে হাঁটবো। ইসলামী আন্দোলনই আমাদের ক্ষমা দিবে। আর আল্লাহর রহমতই দিবে জান্নাত। ইসলামী আন্দোলনের কর্মীদের পেছনে পড়ে থাকার সুযোগ নেই। কারো উপর দোষ চাপিয়ে কাল কেয়ামতের দিন পার পাওয়া যাবে না।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ সহিদ উল্যাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, সাইফুল ইসলাম খোকন।
সম্পাদক ও প্রকাশক : জামাল উদ্দিন স্বপন কার্যালয় : ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা। ফোন: ০১৭১১৯৫০০৪০ ইমেইল: sobujpotra.info @gmail.com