নাঙ্গলকোট প্রতিনিধি
নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌর কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমীন সরকার। বাজেটে আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা।
পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদের পরিচালনায় বাজেটোত্তর আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার ওসি এ কে ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান শিকদার, পৌর নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াসমিন, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু ও প্রচার সম্পাদক শরীফ আহমেদ মজুমদার প্রমূখ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, পৌরসভার নিজস্ব ভূমি না থাকায় পৌরসভার উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। পৌরসভা রাজস্ব আয় বাড়লে ভূমি ক্রয় করে পৌরসভার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণসহ ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা যেতে পারবো। পৌর বাজারে যানজট নিরসন, রেল ক্রসিং এ মাছ ও সবজি বাজার এবং যত্রতত্র দোকানপাট এবং সিএনজি স্ট্যান্ড স্থাপনের কারণে পৌরসভা নাগরিকদের নাগরিক সেবা বিঘিœত হচ্ছে। আমরা এব্যাপারে মাইকিং করে যত্রতন্ত্র দোকানপাট উচ্ছেদ, রেলক্রসিং এ মাছ ও সবজি বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। পৌরসভার মূল ড্রেনেজ ব্যবস্থায় পানি সরানোর কোন ব্যবস্থা নেই। আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া পৌরসভার উল্লেখ্যযোগ্য সড়ক আলোকিতকরণ এবং বিভিন্ন সড়কের সংস্কার কাজ করা হবে।
তিনি আরো বলেন, পৌরবাসীর চিত্তবিনোদনের জন্য ঢাকা-চট্রগ্রাম রেলপথ সংলগ্ন গোত্রশাল দিঘী সংস্কার ওয়াকওয়ে নির্মানসহ সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। গোত্রশাল এলাকায় বিভিন্ন পণ্যের আড়ত নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা পৌরবাজারের বিভিন্ন সমস্যা নিরসনে পৌরবাজারের বিভিন্ন স্টেক হোল্ডার, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আবার বসবো। পৌরসভার ফান্ডে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। আমি পৌরসভার উন্নয়ন আগের চাইতে দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোন কার্পণ্য করবো না।