নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন লিটন নামে এক ব্যাক্তি। তিনি উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের জামাল হোসেনের ছেলে। কৃষি জমির মাটি উত্তোলন করা হচ্ছে, জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানিপুর মুন্সি বাড়ীর পশ্চিম পাশে। এতে করে আশ পাশের কৃষি জমি হুমকিতে পড়েছে। বসত বাড়ীও ঝুঁকিতে রয়েছে। আইন অনুযায়ী কৃষি জমির মাটি বা বালু উত্তোলন করা বেআইনি। কিন্তু রাস্ট্রীয় আইনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে প্রকাশ্যে বালু তুলছেন বালু ব্যবসায়ী।
স্থানীয়রা এসব বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করলেও অদৃশ্য হাতের ইশারার বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছেনা। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে মাটি ব্যবসায়ী লিটনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করা বেআইনি। তিনি যতো ক্ষমতাশালী হক তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।