নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার লাকসামে বিনামূল্যে প্রায় ৫ হাজার গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ জুন) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমেদসহ অন্যান্য এসএএও এবং কৃষক-কৃষাণীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-আমিন জানান, রাজস্ব অর্থায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা, ৩৪ জন কৃষককে ৫ টি করে আমের চারা, ৪০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা ও ১০ কেজি জৈব সার, ১৭টি প্রতিষ্ঠানে ২/৩টি করে তালের চারা, ৬০ জন কৃষক কৃষাণীর মাঝে ৫ প্রকারের সবজির বীজ এবং ৩২টি প্রতিষ্ঠানের ৮০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১টি করে করে জাম, কাঁঠাল, বেল ও নিম (৪টি চারা) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার জানান, আমন ধানের বীজ, ফলদ ও ঔষধি গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণের এ কর্মসূচি সপ্তাহ ব্যাপী চলবে। এর মাধ্যমে আধুনিক ও টেকসই প্রযুক্তির বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনই এই কর্মসূচির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।