স্টাফ রিপোর্টার :
গত ২৮ জুন ২০২৫ খ্রিঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শুভপুর গ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, আব্দুল জলিল মিয়ন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার নিজ বাসায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে ২৮ জুন ২০২৫ তারিখ,আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে নাঙ্গলকোট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ হাসান সৌরভ সিগস,এর নেতৃত্বে সেনাবাহিনী ও নাঙ্গলকোট থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে আব্দুল জলিল মিয়ন ও তার স্ত্রী মোছা সালেহাকে মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে আব্দুর জলিলের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, অস্ত্র এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিলঃ ০৫ কেজি গাজা, ১,৭৪,৭৫৫ টাকা নগদ,০৪ টি দেশীয় অস্ত্র, একটি কাঁচি, ০১ টি পাসর্পোট ও ০২ টি মোবাইল ফোন।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আটককৃত ব্যক্তিবর্গকে এবং উদ্ধারকৃত সকল আলামত নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।আনুমানিক ২২০০ ঘটিকায় যৌথ অভিযানটি সম্পন্ন হয়।