রিয়াজ মোর্শেদ মাসুদঃ
কুমিল্লা জেলার লালমাই উপজেলার প্রান্তিক কৃষকদের উন্নয়নে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন জানান, উপজেলার ৯টি ইউনিয়নে কৃষকদের মধ্যে ৯ শ জনকে’ মাথা প্রতি ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, সার ডিএপি—১০ কেজি, এমওপি—১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়া ২০ জন কৃষককে মরিচের বীজ ৫ গ্রাম, সার ডিএপি ৫ কেজি এমওপি ৫ কেজি ও বালাই নাশক। গ্রীষ্ম কালীন সবজি ৫০ জন কৃষক মাঝে ৫ ধরনের বীজ কলমিশাক, লাউ,, চালকুমড়, মিষ্টি কুমড় বীজ। ১১০ জন কৃষককে ৫টি করে নারকেলের চারা, ৪৬ প্রতিষ্ঠানে ৫ টা করে নারকেলের চারা, ৪০ জন কৃষককে ৫ টা করে লেবুর চারা ও জৈব সার, ৩৪ জন কৃষককে ৫ টা করে আম গাছের চারা এবং ৭০ জনকে ১ টা করে তাল গাছের চারা ও ৮শ জন শিক্ষার্থীকে ৪টি করে নিম বেল, জাম, কাঠাল গাছের চারা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো : শাহীন, উপ—সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসহাক খন্দকার ,উপ – সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক, মো. জিয়াউল করিম, আলমগীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের কষ্ট লাঘব ও লাভবান করতে সরকার বিনামূল্যে বীজ, রাসায়নিক সার সহ প্রণোদনা দিয়ে যাচ্ছে।