লাকসাম প্রতিনিধি:
লাকসামে শতবর্ষি ধোঁয়া পুকুর রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেন লাকসাম উপজেলা সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের নাগরিকগণ। ২৪ জুন (মঙ্গলবার) বিকেল ৪টায় ধোঁয়া পুকুরের উত্তর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা পুকুর ও জলাশয় রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও লাকসাম প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনির আহমদ, সদস্য সচিব মোস্তফা কামাল, পরিবেশ কর্মী আবু বকর জাহিদ, লাকসাম প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিডিক্লিন সহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিনিধিগন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২২ কোটি টাকায় পুকুরটি কেনাবেচা ও ভরাটের পরিকল্পনা হয়ে গেছে। কিন্তু পুকুরটির প্রকৃত মালিকানা নিয়ে বিতর্ক আছে। বিতর্কিত জায়গা বিক্রি এবং ভরাট করা অবৈধ এবং ভরাট করার কারণে পরিবেশ বিপর্যয়ের মাধ্যমে আশপাশের জনপদ ঝুঁকিতে পড়ে বসবাস অযোগ্য এলাকায় পরিণত হয়ে যাবে। তারা জনস্বার্থে যে কোন কিছুর বিনিময়ে এই শতবর্ষি ধোঁয়া পুকুর রক্ষা করার অঙ্গীকার ব্যাক্ত করেন। উল্লেখ্য লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার হামিদ কয়েকদফা পুকুরটি পরিদর্শন করেন এবং প্রশাসনিক ভাবে এই পুকুর রক্ষায় সম্ভব সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি সর্বস্তরের নাগরিক সমাজ লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন।