মনোহরগঞ্জ প্রতিনিধি:
“প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়” স্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। বুধবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গোলাম সরওয়ার তুষার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা পরিষদ আঙিনায় একটি ঔষধি গাছ নিমের চারা রোপণ করা হয়।