স্টাফ রিপোর্টার :
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় আহত মেহেদী হাসান রনি নামে এক কলেজ ছাত্রকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। হুইল চেয়ার উপর বিতরণ অনুষ্ঠানে পেরিয়া ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ফারুক হোসেন মিয়াজী। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা সেলিম, শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, যুব ফোরামের সভাপতি মামুনুর রশিদ সহ প্রমুখ।
উল্লেখ্য মেহেদী হাসান রনি পেরিয়া ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। সে একজন কলেজ শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় তার দুই পায়ে গুরুতর আহত হয় যার ফলে সে হাঁটতে পারে না বিদায় মানবিক বিবেচনায় পেরিয়া ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাকে একটি হুইলচেয়ার উপহার দেন।