স্টাফ রিপোর্টার :
“আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামির উদ্যোগে আগামী ২৮ জুন শনিবার বিকেল ৩ ঘটিকায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় ময়দানে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়ন জামায়াত ইসলামী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়া ইসলামীর নাঙ্গলকোট উপজেলার আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সূরা সদস্য এ. জে. এম সালাউদ্দিন খন্দকার। এছাড়াও উপজেলা ও জেলার বহু নেতৃবৃন্দ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বক্সগঞ্জ ইউনিয়নের সভাপতি মাস্টার সায়েদুল হক।
বিশেষ দ্রষ্টব্য ঐদিন সকাল ৯ ঘটিকায় উক্ত পেন্ডেলে জামায়াত ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হইবে।