• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন সোমেন মজুমদার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনা: চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ লালমাই রেললাইনের পাশে যুবকের ম’র’দে’হ উদ্ধার: র‍্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার নিরপেক্ষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কুমিল্লায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ লাকসামে অবৈধ ড্রেজার বিনষ্ট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজারের বেহাল দশায় ক্রেতাবিক্রেতাদের দুর্ভোগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব ফয়েজ তৈয়্যব সাহেবের নিকট খোলা চিঠি… বৃহত্তর লাকসামের ১১৭ গ্রামে আর্সেনিক আতংক লাকসামে বিষাক্ত সুপারী ব্যবসায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি
সর্বশেষ
অতিরিক্ত পুলিশ সুপার হলেন সোমেন মজুমদার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনা: চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ লালমাই রেললাইনের পাশে যুবকের ম’র’দে’হ উদ্ধার: র‍্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার নিরপেক্ষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কুমিল্লায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ লাকসামে অবৈধ ড্রেজার বিনষ্ট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজারের বেহাল দশায় ক্রেতাবিক্রেতাদের দুর্ভোগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব ফয়েজ তৈয়্যব সাহেবের নিকট খোলা চিঠি… বৃহত্তর লাকসামের ১১৭ গ্রামে আর্সেনিক আতংক লাকসামে বিষাক্ত সুপারী ব্যবসায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি

লোটাস কামাল সিন্ডিকেটের অন্যতম ডেভিল ইউসুফ প্রকাশ্যে ঘুরছে! শিকারীরা তাকে দেখছেনা?

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নাঙ্গলকোট প্রতিনিধি :
সাবেক পলাতক অর্থমন্ত্রী লোটাস কামাল সিন্ডিকেটের কতেক ডেভিল গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও অন্যতম ডেভিল ইউসুফ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে । প্রশ্ন উঠছে, ডেভিল শিকারীরা তাকে দেখছে না? ইউসুফ অপরিচিত কেউ না । লোটাস কামালের আশির্বাদে বিনা ভোটে দুই বার নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান । শেষের দলীয় মনোনয়ন দিয়ে প্রশাসনিক যন্ত্রে উপজেলা চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন। কিন্ত পারেনি । জনগনের প্রত্যক্ষ ভোটে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাছির বিপুল ভোটে বিজয়ী হন ।

জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক ভাবেও ইউসুফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন লোটাসকামাল। ছাত্রলীগ কমিটিতে ইউসুফ! যুবলীগ ও আওয়ামীলীগ কমিটিতেও ইউসুফ! আওয়ামীলীগ সংগঠনের গঠনতন্ত্রকে উপেক্ষা করে লোটাস কামাল তাকে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের সেক্রেটারী পদে অধিষ্ঠিত করেছেন ।

লোটাস কামালের ক্ষমতাকে পুঁজি করে ইউসুফ জিরো থেকে হিরো হয়ে নগদে ও সম্পদে শতকোটি টাকার মালিক। ঠিকাদারীতে তার একচেটিয়া আধিপত্য। ঠিকাদার হিসেবে ব্যবহার করতেন ঠিকাদার মাহমুদুল হাসান মিয়াজী প্রকাশ কন্ট্রাকটর মাহমুদকে ঠিকাদারদের নিয়ন্ত্রক মাহমুদ কুমিল্লা শহরে বসবাস করলেও গ্রামের বাড়ী একই ইউনিয়ন অর্থাত ঢালুয়া ইউনিয়ন।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় মনোনয়ন বাণিজ্য করে কয়েক কোটি টাকা হাতিয়েছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের পছন্দের লোকদের টাকার বিনিময়ে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে দায়িত্ব দিয়েছেন। আবার তাদের দিয়ে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়েছেন।

এছাড়াও ইউসুফের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান পদে যাদের দলীয় মনোনয়ন দিয়েছে তাদেরকে পাশ করিয়ে আনতে নানারকম অপচেষ্টারও কমতি ছিল না । যেমন, ইউসুফ বিশাল সন্ত্রাসী হেলমেট বাহিনী নিয়ে ২০১৮ সালে ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী উপজেলার দৌলখাঁড় ইউপির মোশারফ হোসেন মুশু, বটতলী ইউপির বিএনপি প্রার্থী সহ বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের বাড়ীঘর ও অফিস ভাঙচুর করার অভিযোগ ।
বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ২০১৬ সালে একদল সন্ত্রাসী নিয়ে নিজ ইউনিয়ন ঢালুয়া বাজার সিএনজি স্ট্যান্ড দখল নেয়ার চেষ্টা কালে ব্যাপক সংঘাত সংঘর্ষ হলে ইউসুফ আঘাত প্রাপ্ত হয় । পরে শত্রুতা উদ্ধারে তত্সময়ের ইউপি চেয়ারম্যান ও পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদ্য অপসারিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছিরের বিরুদ্ধে মামলা দায়ের করে । ইউসুফের হিতাকাংখী হয়ে লোটাস কামাল বাছিরকে গ্রেফতার করতে ওসি নজরুলকে কে নির্দেশ দেয়। যেমন নির্দেশ তেমন কাজ।
অপারেশন ডেভিল হান্ট চলমান। কিন্ত ইউসুফ আওয়ামীলীগ ক্ষমতামলে যেভাবে ঘুরে বেড়াতো, এখন আগের চেয়েও বীরদর্পে কুমিল্লা শহর ও নাঙ্গলকোটে ঘুরে বেড়াচ্ছে । তাকে দেখা যাচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানে ।
উল্লেখ্য, গত কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমরান কবিরের ছেলের বিয়ের অনুষ্ঠানে স্যুট, বুট, কোট, টাই পরা অবস্থায় ইউসুফকে দেখা যায় ।
১৯৮৩ সনে জন্ম নেয়া ইউসুফ ঢালুয়া মাদ্রাসা থেকে ১৯৯৭ সালে মেট্রিক ও হোমনাবাদ কলেজ থেকে ১৯৯৯ সালে মানবিকে থার্ড ডিভিশনে পাশ করে অর্থাভাবে লেখাপড়ার ইতি টেনে শ্রমিক ভিসায় মালয়েশিয়া যাবার চেষ্টা করে । টাকার অভাবে যেতে পারেনি ।
পারিবারিক ভাবে অভাব অনটনে থাকা ইউসুফ ভাইস চেয়ারম্যান হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায় । ভাইস চেয়ারম্যান পদে ২০১৪ সালে প্রথম নির্বাচনী হলফনামায় দেখা যায় তেমন কোনো সম্পদ নাই এবং তেমন টাকার মালিকও না । ২য় দফায় নির্বাচনী হলফনামায় আগের তুলনায় একটু বেশি কিন্ত সর্বশেষ নির্বাচন অর্থাত ২০২৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের হলফনামায় সম্পদের পরিমাণ ১শ গুন । প্রমাণস্বরুপ, পাশের গ্রাম বায়েরা মৌজায় তার নিজ নামে ক্রয়কৃত সম্পত্তির পরিমাণ ১একর ২৪শতাংশ এবং অন্য মৌজায় ১১শতাংশ । যার বাজার মূল্য আড়াই কোটি টাকার বেশি ।

২০১৪ সালের হলফনামায় দেখা যায় বৈবাহিক স্বর্ণালংকার ২০ ভরি । আবার ২০২৪ সালে সেটা হয়ে যায় ৯৮ ভরি ? যার বাজার মূল্য ২কোটির কাছাকাছি। পৈত্রিকভাবে দেখিয়েছেন ৫টি মত্স খামার অথচ তার পিতার কোনো খামারই ছিল না । জানা যায় তার পিতার পেশা ছিল ঢালুয়া বাজারের টোল আদায়কারী ।

ঘোষণা পত্রে আরো দেখা যায় হাতে নগদ ১০লাখ, ব্যাংক জমা ২৭ লাখ ৩৩ হাজার, ইলেকট্রনিক সামগ্রী ১লাখ,আসবাবপত্র ১লাখ, দালান ! তা ও পৈত্রিক ? যাহা অবিশ্বাস্য । আঙ্গুল ফুলে কলাগাছ ছেড়ে বটগাছে পরিণত হওয়া ইউসুফের ঘোষণা ছাড়াও কুমিল্লার ঠাকুর পাড়ে ৬ তলা বাড়ী, কুমিল্লায় মেডিসিন দোকান ক্রয়, লাকসামে একটা সুপার সপের মালিকানা ও ৫০ কোটি টাকার ৮টি লরি গাড়ী ক্রয়,রাজধানী উত্তরায় ৫ তলা বিশিষ্ট তিন কাঠার উপর বাড়ী নির্মাণ, ঢালুয়া ইউনিয়নের শিহর মৌজায় ১০ বিঘা জমির উপর পুকুর খনন সহ কয়েক কোটি ব্যায়ে মাছ চাষাবাদ করেছে এবং বিভিন্ন জায়গায় স্ত্রীর নামে, ভাইয়ের নামে ও শ্বশুরের নামে সম্পদ ও সম্পত্তি ক্রয় করে রেখেছেন । দুদকে অভিযোগ দেয়া আছে, যাহা তদন্তাধীন । ১৬ বছর ক্ষমতার মসনদে এবং লোটাস কামালের ডানে বাঁয়ে বসে নীরিহ জনসাধারণের উপর ছড়ি ঘোরানো ইউসুফ এখন দুদক, গ্রেফতার এড়াতে ও জনরোষের কবল থেকে রেহাই পেতে জামায়াত ও বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছেন । ফলস্বরুপ, পটপরিবর্তনের পর ২০-২৫টি মামলা হলেও ইউসুফ তেমন কোনো মামলার আসামী হয়নি ! গোপন সূত্রে জানা গেছে তিনি নাঙ্গলকোট জামায়াতের এক শীর্ষ নেতাকে ব্যবসায়ীক পার্টনার করেছেন এবং উপজেলা বিএনপির এক নেতাকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা