• বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন সোমেন মজুমদার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনা: চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ লালমাই রেললাইনের পাশে যুবকের ম’র’দে’হ উদ্ধার: র‍্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার নিরপেক্ষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কুমিল্লায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ লাকসামে অবৈধ ড্রেজার বিনষ্ট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজারের বেহাল দশায় ক্রেতাবিক্রেতাদের দুর্ভোগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব ফয়েজ তৈয়্যব সাহেবের নিকট খোলা চিঠি… বৃহত্তর লাকসামের ১১৭ গ্রামে আর্সেনিক আতংক লাকসামে বিষাক্ত সুপারী ব্যবসায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি
সর্বশেষ
অতিরিক্ত পুলিশ সুপার হলেন সোমেন মজুমদার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনা: চার গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ লালমাই রেললাইনের পাশে যুবকের ম’র’দে’হ উদ্ধার: র‍্যাবের অভিযানে ৭ জন গ্রেফতার নিরপেক্ষ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কুমিল্লায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ লাকসামে অবৈধ ড্রেজার বিনষ্ট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত নাঙ্গলকোটের বক্সগঞ্জ বাজারের বেহাল দশায় ক্রেতাবিক্রেতাদের দুর্ভোগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি জনাব ফয়েজ তৈয়্যব সাহেবের নিকট খোলা চিঠি… বৃহত্তর লাকসামের ১১৭ গ্রামে আর্সেনিক আতংক লাকসামে বিষাক্ত সুপারী ব্যবসায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি

নাঙ্গলকোটে সম্মেলন নিয়ে উপজেলা জুড়ে সংঘর্ষ, বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাট, আহত অর্ধশত

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নাঙ্গলকোট প্রতিনিধি:
নাঙ্গলকোটে সম্মেলন নিয়ে উপজেলা জুড়ে সংঘর্ষ, বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাট, আহত অর্ধশত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা জুড়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত এক সপ্তাহ যাবৎ উপজেলার পেরিয়া ইউনিয়নের ২, ৩, ৭ ও ৮ নং ওয়ার্ড, ঢালুয়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড, দৌলখাঁড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, আদ্রা উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড, হেসাখাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড, সাতবাড়িয়া ইউনিয়নের ১ ও ৩নং ওয়ার্ড, বাঙ্গড্ডা ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ড সম্মেলনে পদ পদবী প্রত্যাশীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনাকে একতরফা হামলা দাবি করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমদ ভূঁইয়া বলেন এসব হামলা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থীত নেতাকর্মীরা ও তাদের বহিরাগত সন্ত্রাসীরা ঘটিয়েছে। তবে হামলার বিষয়ে আব্দুল গফুর ভূঁইয়া বলেন যারা হামলা করেছে আমি তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
এদিকে শুক্রবার রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মোহাম্মদ জালালের মালিকানাধীন স্থানীয় তেজের বাজারের রহিম বস্ত্রালয়, মদিনা ডেকোরেটর, রহিম পল্ট্রি , রহিম ডিমের আড়ৎ ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়া একই দিন সন্ধ্যায় ঢালুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুর করে প্রতিপক্ষ। আব্দুল গফুর ভূঁইয়া সমর্থীত বিএনপি নেতা ইসহাক মজুমদার, আলমগীর, জাহাঙ্গীরের নেতৃত্বে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানান ভূক্তভোগী মোহাম্মদ জালাল।
অপর দিকে, শুক্রবার বিকালে ও সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের ৮নং শিবপুর ওয়ার্ড দ্বি বার্ষিক সম্মেলনের শুরুতে সাধারণ সম্পাদক প্রার্থী গাজী জাফর তার ভাই জাকারিয়া, ছালেহ আহমদ ও ভাতিজাদের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী নিয়ে অপর সাধারণ সম্পাদক পদ প্রার্থী হায়াতুন্নবীর সমর্থীত নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতা মোহাম্মদ ফারুক ভূঁইয়া, তার বড় ভাই রবিউল হক ভূঁইয়া রুবেল, ছোট ভাই জনি ভূঁইয়া, প্রার্থী হায়াতুন্নবীর ভাগিনা আবু নোমান ও ভাতিজা আহসান উল্লাহ গুরুতর আহত হন। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া শুক্রবার দুপুরে একই ইউনিয়নের ৭নং শ্রীফলিয়া ওয়ার্ড সম্মেলনে সংঘর্ষের ঘটনায় শ্রীফলিয়া গ্রামের জাহাঙ্গীর, রবিউল হোসেন, সাগর, কাজী জোড়পুকুরিয়া গ্রামের ইলিয়াস, তাজুল ইসলাম আহত হন।
এছাড়া বৃহস্পতিবার সকালে আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয় ও দুপুরে দৌলখাঁড় ইউনিয়নের ভোলাকোট কবি জসিম উদ্দিন একাডেমি প্রাঙ্গণে আয়োজিন ওয়ার্ড দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ গ্রহণকারী দলীয় পদ পদবী প্রাত্যাশী পৃথক দু’ গ্রুপের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয়ে সম্মেলনে সংঘর্ষের ঘটনায় আহত হন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদ উল্লাহ ভূঁইয়া , দক্ষিণ শাকতলী গ্রামের বিএনপি কর্মী সাহাব উদ্দিন, একই গ্রামের আল আমিন, বাছির, সাকিল, ভোলাকোট কবি জসিম উদ্দিন একাডেমির সম্মেলনের সংঘর্ষে আহত হন দৌলখাঁড় ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও সম্মেলনে সভাপতি পদ প্রার্থী ভোলাকোট গ্রামের মোহাম্মদ শাহ আলম, তার মেয়ের জামাতা মিজানুর রহমান, শাহ আলমের ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের বিএনপি কর্মী আবুল হাশেম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ টিটু, জাহাঙ্গীর আলম। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদ উল্লাহ ভূঁইয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমদ ভূঁইয়া বলেন, উপজেলার সকল ওয়ার্ড সম্মেলনে আব্দুল গফুর ভূঁইয়া সমর্থীত নেতাকর্মীরা বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। তাদের এই সন্ত্রাসী হামলার পরও আমাদের নেতাকর্মীরা ভোট দিয়ে বিএনপির প্রকৃত ও ত্যাগী নেতাদের বিজয়ী করেছে। এখন পর্যন্ত যে সকল ওয়ার্ডে সম্মেলন হয়েছে ওই ওয়ার্ড গুলোতে আমাদের অধিকাংশ নেতাকর্মী বিজয়ী হয়েছে। সম্মেলনে হামলা, নেতাকর্মীদের ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাট, বিএনপি কার্যালয় ভংচুরের ঘটনায় জড়িত সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আমি নজির ভূঁইয়াকে বলেছি যারা গন্ডগোল করেছে তাদের বিরুদ্ধে মামলা করতে এবং অ্যাকশন নিতে। আমিও তাদেরকে বলেছি তোমরা আমার দল করতে পারবে না। ওয়ার্ড সম্মেলন গুলোতে শতভাগ আমার লোকেরা বিজয়ী হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা