এম নুরুননবী চৌধুরী সেলিম :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে শনিবার (১২ এপ্রিল) শোকাহত সেই পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম।
জানা যায়, শুক্রবার(১১এপ্রিল) সকাল ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ঐ গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (০৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (০৪) । তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই। শুক্রবার বিকাল ৪টায় তাদের জানাযার নামাজে এলাকার সর্বস্থরের মানুষের ঢল নেমেছিলো। পুরো এলাকা জুড়ে শোকে নিস্তব্ধতা বিরাজ করছে। পরিবারগুলোকে সমবেদনা জানাতে আজ ছুটে এসেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। এসময় তিনি পুরো ঘটনা অবগত হয়ে, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে অবগত করেন। জেলা প্রশাসকও মর্মান্তিক ঘটনার জন্য পরিবারটির প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান, শুক্রবার মনোহরগঞ্জ উপজেলার বরল্লা গ্রামে পানিতে ডুবে ২ ভাই মৃত্যুর ঘটনা সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। আমি মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। যে দূর্ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণ দেয়া কঠিন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, ডিসি স্যারের সাথে কথা হয়েছে, স্যারও সহমর্মিতা প্রকাশ করেছেন। সর্বোপরি আমার (উপজেলা নির্বাহী অফিসারের) পরামর্শ হলো, সকল মা ও অভিভাবকদেরকে শিশু সন্তানদের প্রতি আরো সচেতন ও খেয়াল রাখতে হবে। আর কোন পরিবার যেন এ রকম দূর্ঘটনার স্বীকার হতে না হয়।