• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

লালমাই বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল নাহিদ

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

লালমাই প্রতিনিধি :
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছে নাহিদ। সে এবছর স্থানীয় মাতাইনকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে বের হয়ে তিনি নিজ গ্রাম বড় হাড়গিলায় গিয়ে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেন। পরীক্ষার আগের রাত বুধবার রাত দেড়টার দিকে নাহিদের বাবা আক্তার হোসেন (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে দাফনের কথা থাকলেও নাহিদ এসএসসি পরীক্ষার হলে যাওয়ায় দাফনের সময় পিছিয়ে দুপুর ২টায় দেওয়া হয়। প্রতিবেশি আবদুল কাদের জানান, বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার হল থেকে ফিরে নাহিদ জোহরের নামাজ আদায় করে। পরে বাবার লাশের খাটিয়া কাঁধে নিয়ে বাড়ি থেকে বড়হাড়গিলা জামে মসজিদ প্রাঙ্গণে যান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ইলিয়াছ কাঞ্চন জানান, ছাত্রদের মধ্যে নাহিদ নামের একজন পরীক্ষার্থী বাবার মৃত্যুর পরও মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে এসেছে। শুনেছি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার জানাজা ও দাফন সম্পন্ন করেছে। এসএসসি পরীক্ষার্থী নাহিদ জানায়, আমার বাবা ৪ মাস ধরে টিবি রোগে আক্রান্ত। ঋণ করে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেছি। মঙ্গলবার বিকেলে নাকে মুখে রক্ত বের হতে থাকলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। বুধবার সকাল থেকে আমি বাড়িতে থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু রাত দেড়টায় বাবার মৃত্যুর খবর পাই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা