মনোহরগঞ্জ প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, লক্ষণপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. সাঈদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য সাইফুদ্দিন মাহমুদ লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলী আহমদ, নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, লিয়াকত আলী, মোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন, নুরুল ইসলাম ওমর, হাফেজ শাহাদাত হোসেন প্রমুখ।
নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিতঅনুষ্ঠানে বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া-মুনাযাত পরিচালনা করা হয়।